সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: শিক্ষাবিদ ,পুস্তক প্রণেতা অসীম জ্ঞানের অধিকারী , মোনায়েম দাদ খানের মৃত্যুতে গভার শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক দিনের সময় সংবাদ পত্রের প্রধান সম্পাদক ও প্রকাশক ,জাতীয় দৈনিক সরেজমিন এর রিপোর্টার, এস.টিভি বাংলা এর স্টাফ রিপোর্টার ,ফেডারেশন অব জার্ণালিষ্ট অর্গানাইজেশন এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাংবাদিক এ.অার .এস.দ্বীনমোহাম্মদ। মরহুম মোনায়েম দান খান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন ডিক্রিভুমি গ্রামে জন্ম গ্রহন করেন । তিনি অত্র উপজেলার কান্দিপাড়া অাস্কর অালী উচ্চ বিদ্যালয়ের একজন গুণী শিক্ষক ছিলেন ।