সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
গফরগাঁওয়ে ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ ও মানববন্ধন আমতলীতে ১.৫ কেজি গাঁজাসহ ২জন গ্রেফতার কুয়াকাটায় কম্বলে মোড়ানো যুবকের মরদেহ বাউফলে জমিজমার বিরোধকে কেন্দ্র করে আপন ভাইকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরগুনায় সমন্বয়ক পরিচয়ে কোটি কোটি টাকার কাজ বাগিয়ে নিলো যুবক গফরগাঁওয়ের হারানো সাকিরের সন্ধান চান তার পরিবার বরগুনায় সমন্বয়ক পরিচয় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর মানুষ পিআর পদ্ধতি বোঝেনা, জনগন ভোট দিতে চায়: আক্তারুজ্জামান বাচ্চু বিএনপির ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে-আমীর খসরু জাতির অনেক অর্জনের মধ্যে জুলাই বিপ্লব একটি অর্জন-রিজভী

ময়মনসিংহে ৮ লাখ ২৬হাজার ৮৯০জন শিুকে ভিটামিন এ প্লাস প্রদান

 নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের আয়োজনে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিসের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম বলেন, আগামী ১১-১৪ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ময়মনসিংহে ৮ লাখ ২৬ হাজার ৮৯০জন শিুকে টিকা প্রদান করা হবে।এর মাঝে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮৬,১২৫ জন শিশুকে নীল টিকা এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ৪০ হাজার ৭৬৫ জন শিশুকে লাল টিকা খাওয়ানো হবে।

তিনি আরো বলেন, শিশুরা আগামীদিনের ভবিষ্যত। তাদেরকে নিরাপদে রাখতে হলে এই ক্যাম্পেইনের আওতায় আনতে হবে।ভিটামিন এ প্লাস কোন ক্ষতির কারণ নয়। এর পরও বাড়তি সতর্কতার জন্য অসুস্থ্য শিশুদের টিকা দেওয়া হবে না।

তাদেরকে পরবর্তীতে টিকা প্রদান করা হবে। এছাড়া কারো বাড়িতে নয় প্রতিটি শিশুকে নির্ধারিত টিকাদান কেন্দ্রেই এই টিকা প্রদান করা হবে। টিকা প্রদানকে কেন্দ্র কওে কোন ধরণের উদ্বিঘœ না হতে তিনি সকলের প্রত আহবান জানান।সিভিল সার্জন আরো বলেন, ময়মনসিংহ বিভাগীয় নগরীসহ ১৩টি উপজেলার ১৪৬টি ইউনিয়নের ৪৫১ ওয়ার্ডে ৩৬৫৬টি টিকাদান কেন্দ্র রয়েছে।

৪৫১জন প্রথম সারির এবং ১৪৯ জন দ্বিতীয় সারির সুপারভাইজারের তত্বাবধানে ৭৩১২জন স্বেচ্ছাসেবকের সহায়তা এই টিকা প্রদান প্রদান করা হবে।

প্রধান সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক এ.আর.এস.দ্বীনমোহাম্মদ

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট