বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

খাদ্যশস্য বহিভূত কৃষি উ্যপাদনের ফলে চালের আ মন্ত্রী মদানি বাড়ছেঃ কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ রাজ্জাক বলেছেন, বর্তমান সরকারের সময় উপযোগী পদক্ষেপের ফলে দেশের চালের উৎপাদনে রেকর্ড হয়েছে। গড় উৎপাদন বেড়েছে। তারপরও চাল আমদানি করতে হচ্ছে নানা কারণে।

তিনি বলেন দেশের জনসংখ্যা ও চালের চাহিদা সঠিক সঠিক পরিসংখ্যান নেই। অন্যদিকে বছর বছর জনসংখ্যা বাড়ছে, চাষের জমি কমছে। অন্যান্য জমির ব্যবহার হচ্ছ। দেশে এখন বছরে ৬0 লক্ষ টন ভুট্টা উৎপাদন হচ্ছে । আগে যে ক্ষেতে ধান চাষ হতো এখন সেখানে ভুট্টা চাষ হচ্ছে। একইসাথে চালের non-human কনজামশন অনেক বেড়েছে। মাছ পল্টি স্টার্চ হিসেবে কালের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সব মিলে চালের ঘাটতি দেখা যাচ্ছে। গত বুধবার ২৯ সেপ্টেম্বর ঢাকার ফার্মগেট ইবিআরসি মিলনাতয়নে ফ্রম সেক্টর অফ বাংলাদেশ প্রজেক্ট এন্ড চ্যালেঞ্জ বইয়ের মোড়ক উমচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ফোরাম ফর ইনফর্মে

দিসেমিনেশন অফ এগ্রিকালচার ওসি যাত্রা বাংলাদেশ লিমিটেড এ অনুষ্ঠানের আয়োজন করে। কৃষি মন্ত্রী আরো বলেন যে যে যেভাবে পারছে দেশের বাইরে থেকে নতুন ধরনের ফসলের জাত নিয়ে আসছে ও চাষ করছে এটিকে আমরা উৎসাহ দেই কিন্তু সাথে সাথে দেখতে হবে দেশে এসব ফসল চাষে কোন যুক্তি বা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কিনা এইসব ফসল চাষ আদৌ আমাদের প্রয়োজন আছে কিনা।

সভাপতি রিয়াজ আহমেদের সভাপতিত্বে বিএডিসির চেয়ারম্যান ডঃ অমিতাভ সরকার বিআরটিসি’র নির্বাহী চেয়ারম্যান ডঃ মোহাম্মদ বক্তিয়ার কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ বাড়ির মহাপরিচালক নজরুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মনিরুল আলম সাধারণ সম্পাদক সালাউদ্দিন লাভলু ফিডার সদস্য কাউসার রহমান ফিজার ব্যবস্থাপনা পরিচালক গোলাম প্রমুখ বক্তব্য রাখেন

সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আর এস দীন মোহাম্মদ

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট