বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একযোগে চলছে প্রার্থীদের মতিবিনিময় ও পরামর্শমূলক আলোচনা।আর সেই ধারাবাহিকতার ময়মনসিংহের গফরগাঁওয়ে ও কোনো কমতি নেই । উপজেলার ৯ নং পাঁচবাগ ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগ সদস্য ও সাবেক ইউপি সদস্য আরিফ মাহমুদের প্রথম দিনের প্রথম নির্বাচনী মতবিনিময় সভা অবশেষে জনসভা জনসমুদ্রে রুপান্তরিত হয়েছে।
গত শনিবার (২৫ সেপ্টেম্বর ) সন্ধ্যায় পাঁচবাগ ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এই মতবিনিময় সভায় স্থানীয় নলচিড়া (পালের) বাজারে অনুষ্ঠিত হয়। ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মালেক খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গফরগাঁও উপজেলা যুবলীগের অন্যতম সদস্য আরিফ মাহমুদ। বক্তব্যের শুরুতেই প্রয়াত নেতা আলতাফ হোসেন গোলন্দাজ সাহেবের রৌহের মাগফেরাত কামনা করেন ও অপেক্ষমান জনতাদের নিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন ।
এরপর তিনি বলেন, ডিজিটাল গফরগাঁও এর রুপকার, তারুন্যের অহংকার, আমার প্রিয় নেতা সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল মহোদয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ও এলাকায় উন্নয়নে স্বার্থে সকলের সাথে মতবিনিময় সভা করেন। এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে সকলের কাছে দোয়া ও সহযোগিতা চান যুবলীগ নেতা আরিফ মাহমুদ।
তরুণ নেতা আরিফ মাহমুদের প্রথম দিনের প্রথম নির্বাচনী মতবিনিময় জনসভায় জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । শুধুমাত্র ৭নং ওয়ার্ডের জন্য ডাক দিয়েছেন আরিফ ভাই তাতেও মাঠে জায়গা নাই ,প্রমাণিত হলো আরিফ ভাইয়ের প্রতি জনগণের ভালোবাসার কোনো কমতি নাই এই কথা গুলো লােক মুখে শোনা গেল ।
এক পর্যায়ে তরুন সমাজসেবক, যুবলীগ নেতা আরিফ মাহমুদের প্রথম নির্বাচনী মতবিনিময় সভা অবশেষে জনসভায় রূপান্তরিত হয়।ছাত্রলীগ নেতা দূর্জয় মাহমুদ স্বপন ও দেলোয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন, আবুল কাশেম, এমদাদুল হক দিদার মাষ্টার, ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি তোফায়েল আহমেদ, শারফুল হোসেন মৃধা, মোঃ সবুজ, মোঃ খোকন, আল আমিন ও ছামাদ প্রমূখ। সভাশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ নূরুল ইসলাম।
প্রধান সম্পাদক ও প্রকাশক:সাংবাদিক এ.অার.এস.দ্বীনমোহাম্মদ