বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সাতদিন ব্যাপী কঠোর লকডাউনের প্রথম দিনে ময়মনসিংহ নগরী ও শহরতলীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রয়েছে পুলিশের চেকপোস্ট। আর এসব চেকপোষ্টে জরুরী পরিসেবার যানবাহন ছাড়া সবকিছু ফিরিয়ে দেওয়া হচ্ছে। ময়মনসিংহ জেলা প্রশাসনের নেতৃত্বে পালিত হচ্ছে প্রথম দিনের কঠোর লকডাউন ।
মাঠে রয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। কঠোর লকডাউনে কেউ যেন বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হয় এরই লক্ষ্যে ময়মনসিংহ শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা প্রশাসক মোহাম্মদম এনামুল হক, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান কে সচেতনতামূলক প্রচারণা চালাতে দেখা যায়।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা হক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজওয়াদ হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: নিকহাত আরাসহ জেলা প্রশাসকের অন্যান্য ম্যাজিস্ট্রেটগণসহ এছাড়াও আরো জেলা গোয়েন্দা ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিনা কারণে বাসা থেকে বের হওয়া ও বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রেখে স্বাস্থ্যবিধি না মানার কারণে জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজওয়াদ হাসানের নেতৃত্বে নগরীর গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেন ।
প্রধান সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক এ.অার.এস.দ্বীনমোহাম্মদ