রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

ময়মনসিংহ নগরীতে লকডাউন ঘোষনা

ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি:ময়মনসিংহ মহানগরীতে আংশিক লকডাউন ঘোষনা করেছে প্রশাসন। করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ময়মনসিংহ মহানগরীর বেশ কিছু এলাকায় শুক্রবার থেকে লকডাউন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল শুক্রবার জুন (২৫ জন) সকাল ছয়টা থেকে লকডাউন কার্যকর হবে।
লকডাউন আওতাভুক্ত এলাকা গুলো হচ্ছে মাসকান্দা (বাসষ্ট্যন্ড এলাকা), চরপাড়া নয়াপাড়া এলাকা, কৃষ্টপুর, আলিয়া মাদ্রাসা এলাকা, নওমহল, আকুয়া আরকে মিশন রোড, গাঙ্গিনাপাড়, বাউন্ডারী রোড,পাটগুদাম এবং কাচিঝুঁলি এলাকা।
বৃহস্পতিবার (২৪জুন) বেলা বারোটার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি সভা করে আংশিক লকডাউন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আংশিক লকডাউন দেয়ার বিষয়টি নিশ্চিত করে করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা কমিটির সদস্যবৃন্দ সভা করে মহানগরীর আংশিক কিছু এলাকায় সাত দিনের জন্য লকডাউন দেয়ার সিদ্ধান্ত হয়।
তিনি আরো জানান, লকডাউন এলাকায় দোকানপাট যানবাহন ও চলাচল বন্ধ থাকবে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী কাঁচাবাজার ও ওষুধের দোকান খোলা থাকবে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হবে না। লকডাউন কার্যকর করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের কর্মকর্তারা তৎপর আছেন জানান তিনি।

প্রধান সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক এ.অার.এস.দ্বীনমোহাম্মদ

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট