বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাস এর টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৯জুন) বেলা ১১ টার সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার চিত্ত রঞ্জন দেবনাথ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৪০০ ও কমিউনিটি বেজড মেডিকেল কলেজ সিবিএমসিবি ৮০০ জন শিক্ষার্থীকে রোস্টার করে টিকা দেওয়া হবে
।
সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম জানান, মেডিকেল নার্সিং এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চীন থেকে আসা ৭৫ হাজার টিকা পাওয়া গেছে। প্রতিদিন ৩০০ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।
টিকা দিতে পেরে দারুণ খুশি মেডিকেল শিক্ষার্থীরা।
প্রধান সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক এ.অার.এস.দ্বীনমোহাম্মদ