বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
বিশেষ প্রতিেবদক: ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (সেবা)’র নির্দেশে গফরগাঁও উপজেলার পাগলা থানার ওসি মো: রাশেদ্দুজ্জামান (রাশেদ) পরিচালনায় অফিসার ফোর্সদের নিয়ে এক গুরত্বপূর্ণ অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামী ফারুকে গ্রেফতার করে।
কুখ্যাত ডাকাত ফারুক (২৫) গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন কন্যামন্ডল গ্রামের মকবুল ডাকাত এর ছেলে।তার নামে বিভিন্ন থানায় খুনসহ ডাকাতি, ডাকাতি, হত্যা, হত্যার উদ্দেশ্য অপহরন, দস্যুতা,মারামারি, মাদক সহ একাধিক মামলা রয়েছে বলেন জানান থানার ওসি রাশেদ । কুখ্যাত ফারুক ডাকাত কিছুদিন আগে তার পরিবারের মাধ্যমে আত্মসমর্পণ করেও বলে জানা যায়।
ডাকাত ফারুকের নামে বিভিন্ন থানায় মামলা দেওয়া আছে ১. পাগলা থানার মামলা নং ২(৬)১৬ ধারা-৩৯৬ পিসি। ২.শ্রীপুর থানার মামলা নং ৩৮(৬)১৯ ধারা-৩৯৫/৩৯৭ পিসি। ৩. পাগলা থানার মামলা নং ১৫(৭)১৯ ধারা-৩৯৫/৩৯৭ পিসি। ৪. পাগলা থানার মামলা নং ১৫(৩)১৫ ধারা-৩০২/৩৪ পিসি। ৫. কেন্দুয়া থানার মামলা নং ১৮(৮)১৫ ধারা-৩৬৪/৩৭৯/৩২৩/১০৯/৩৪ পিসি ৬. পাগলা থানার মামলা নং ৭(৯)১৩ ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৭৯/৩৮০/৫০৬ পিসি। ৭. পাগলা থানার মামলা নং ১৭(৯)১৭ ধারা- মাদক দ্রব্য নিযন্ত্রণ আইনের ১৯(১)এর ৭(ক). উক্ত আসামি কে তার পরিবারের সদস্যদের মাধ্যমে কাউন্সিল করে থানায় আত্মসমর্পন করে।
প্রধান সম্পাদক ও প্রকাশক সাংবাদিক এ. আর এস.দ্বীনমোহাম্মদ