শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন টাংগাব ইউনিয়নের বাশিয়া গ্রামের মো: হৃদয় মিয়া একজন বড় মানের প্রতারক । জানাযায়,মো:হৃদয় মিয়া উপজেলার আবুল কাশেমের ছেলে ।গত ৭(সাত) বছর আগে মোছা: স্বপ্নার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ।স্বপ্না উপজেলার উস্থি ইউনিয়েনর কান্দিপাড়া গ্রামের মেয়ে ।
মোছা: স্বপার অভিযোগ তার স্বামী হৃদয় জয়দেরপুর এর কোনাবাড়ীর কড্ডা গ্রামের আইনালের মেয়ে আমেনাকে পালিয়ে ২য় বিবাহ করেন ।আমাদের প্রতিবেদকেক স্বপ্না জানান,তার স্বামী তার অনুমতি ছাড়া ২য় বিবাহ করে। তিনি আরো বলেন, তার পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে । এই অবস্থায় তিনি একেবারেই অসহায় হয়ে পড়েছেন ,একমাত্র ছেলেকে নিয়ে তিনি কোথায় যাবেন ।তাছাড়া তিনি তার স্বামীর সাথে যোগাযোগ করতে পারছেন না ।
স্বপ্নার পরিবার প্রতারক হৃদয়ের সন্ধান চেয়েছেন ।
যে ব্যক্তি এই প্রতারককে ধরিয়ে দিবে তার জন্য রয়েছে আকর্ষনীয় পুরস্কার ।
প্রয়োজনে : ০১৮১০৭২৬৮১৮,০১৭৪৮৪৯৪৬১০,০১৭১০৩৭২৪৪৪
প্রধান সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক এ.আর এস.দ্বীনমোহাম্মদ