রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :

আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে-হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে সারাদেশে নেতাকর্মীরা করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাড়িয়ে সাহায্য সহযোগিতা করেছেন। কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন। কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া দেশের ইতিহাসে অন্য কোনো রাজনৈতিক দল করতে পারেনি।

মঙ্গলবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মৎস্যজীবী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের বক্তব্যে এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ মানবতার রাজনীতি করে। এই করোনার মধ্যেও তার প্রমাণ দিয়েছে। সরকারের পক্ষ থেকে কোটি কোটি মানুষকে ত্রাণ ও নগদ অর্থ দেয়া হয়েছে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, যেখানে দেশের মধ্যে কোটি কোটি মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন সেখানে খালেদা জিয়াকে বিদেশ নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তাদের চিন্তা দেশের জনগণকে নিয়ে নয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৎস্যজীবী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ থানা ও ওয়ার্ডের নেতাকর্মী। এরপর ১ হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়

প্রধান সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক এ.অার.এস.দ্বীনেমাহাম্মদ

Please Share This Post in Your Social Media

উপদেষ্টা মন্ডলীর সভাপতি :বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী
প্রধান সম্পাদক ও প্রকাশক :সাংবাদিক এ.আর.এস.দ্বীন মোহাম্মদ
প্রধান কার্যালয় : বুরোলিয়া তালুকদার পাড়া, মোশারফ প্লাজা ৩য় তলা ,গাজীপুর  সদর, গাজীপুর   ।
মোবাইল: ০১৭৪৬৪৯৪৬১০,০১৯৯৫৯০৮০৬৩,০১৯৮৫১৮৫৮৮৪
কারিগরি সহযোগীতায় : দ্বীনিসফট