শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
ময়মনিসংহ বিভাগীয় প্রতিনিধি: ময়মনিসংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অসহায়-দরিদ্র-কর্মহীন মানুষকে ভালো রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। খাদ্য, ত্রাণ ও নগদ অর্থ সহায়তা ইত্যাদির মাধ্যমে করোনার এই দুর্যোগময় সময়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের একটি মানুষও অনাহারে থাকবে না। ৯ মে রবিবার দুপুরে ময়মনমিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ৫ হাজার অসহায়-দরিদ্র-কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে একথা বলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এর আগে মেয়র টিটু সিটি কর্পোরেশনের পুরাতন ভবন প্রাঙ্গণে ত্রাণ বিতরণ করেন।
নাগরিকবৃন্দের প্রতি আহবান রেখে সিটি মেয়র বলেন, করোনা সংক্রমণ বিস্তার বৃদ্ধির পাচ্ছে। প্রধানমন্ত্রীর খাদ্য উপহার দিচ্ছেন যেন আপনারা ঘরে থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারেন। তাই ঘরে থাকুন, প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরিধান করুন, সামাজিক দুরত্ব বজায়ে রাখুন।
ত্রান সামগ্রী বিতরণকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্যানেল মেয়র ০১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র ০২ মাহবুবুর রহমান দুলাল, প্যানেল মেয়র ০৩ শামিমা আক্তার, সিটি কর্পোরেশনের ত্রান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নিয়াজ মোর্শেদ, সচিব রাজীব কুমার সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, সহকারী সচিব মুহা জাহাঙ্গীর হোসেন,জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব খাদ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: সাংবািদক এ.অার.এস.দ্বীনেমাহাম্মদ