শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি : প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ময়মনসিংহ নগরীর রেল ষ্টেশনের চত্বরে পরিত্যক্ত জায়গায় মেছুয়া বাজারে অবস্থানরত বড় বড় কাঁচা বাজার সমূহ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকান সামাজিক দুরত্ব বজায় রেখে স্থানান্তর করার লক্ষে ২৩ এপ্রিল শুক্রবার দুপুরে ষ্টেশনের পরিত্যক্ত খোলা জায়গায় কাঁচা বাজার সমূহ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী স্থানান্তরের জায়গা পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এ সময় ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার, মসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর, ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, স্বাস্থ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা মহব্বত আলী, মেছুয়া বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর, সাধারন সম্পাদক জনাব মোঃ মোতালেব সহ মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি সালাউদ্দিনসহ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী দোকানের মালিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক এ.আর.এস.দ্বীনমোহাম্মদ