শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারনকে আরো সচেতন করার লক্ষ্যে ২১ এপ্রিল বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর পালিকা শপিং সেন্টার সংলগ্ন সবচেয়ে বড় বাজার মেছুয়া কাঁচা বাজারে ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বিভিন্ন ব্যাবসায়ী ও ক্রেতাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরন করেন। মাস্ক বিতরণ কর্মসূচিতে
জেলা প্রশাসকের পক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরন কর্মসূচি অব্যহত থাকবে এবং করোনাকালীন সময়ে বাজারে ভীড় কমানোর জন্য কাঁচা বাজারকে রেলওয়ে স্টেশন চত্বরে স্থানান্তরিত করা হবে সেই সাথে লকডাউন বাস্তবায়নে ময়মনসিংহ শহরে অবাধে চলছে যানবাহন ও সাধারণ মানুষের জনসমাগম এবং স্বাস্থ্যবিধি অমান্য করে চলাফেরা করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান তিনি। মাস্ক বিতরণ কর্মসূচিতে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জাহাঙ্গীর আলম, এনডিসি মিজাবের রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মন ও মাইনুল ইসলাম সহ জেলা প্রশাসক কার্যলয়ের অন্যান্য ম্যাজিস্ট্রেটগন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক এ.আ.এস.দ্বীনমোহাম্মদ