বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
দিনের সময় ডেস্ক: দেশে করোনায় টানা চতুর্থ দিনের মতো একশ’র বেশি মানুষ মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবারও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জনে। এর আগের তিন দিন করোনায় মারা গেছেন যথাক্রমে ১০২, ১০১, ১০১ জন।
এ ছাড়া ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৪ হাজার ২৭১ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলেন ৭ লাখ ২৩ হাজার ২২১ জন।
সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩০০ জন।
প্র্রধান সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক এ.আর.এস.দ্বীনমোহাম্মদ