বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
সাংবাদিক এ.আর.এস.দ্বীনমোহাম্মদ
মোহিনী রূপ জ্বেলে তুমি আমায় ভূলালে,
মিথ্যে প্রেমের অক্টোপাশে কেন বাধিলে ।
ছলনার জালে তুমি আমার মনটা কেড়ে নিলে,
ভালবাসবে কথা দিয়ে গেলে আমায় ফেলে ।
নিজের কাছে নিজেই আমি হেরে বসে আছি,
তোমায় দেয়া প্রতিশ্রুতি সবই ভূলে গেছি ।
সত্যিকারের ভালবাসা পাইনি তোমার কাছে,
তোমার দেয়া আঘাত আমার আজও মনে আছে ।
অহেতুক আভিজাত্যের অহমিকা
অনাহুত প্রেম ভালবাসা,
এখানে এখন সবকিছু মেকি;
দুরত্বের হিসেব নিকেশ ফেলে,
কাছে এসো প্রিয়তমা;
দুই হৃদয়ে জ্বালি প্রেমের অগ্নিশিখা ।
এখানে এখন প্রেমে ভালবাসা নেই,
আছে অস্থিরতা কামনা মদির দুটি দেহের কাছে আসা,
উত্তাল প্রেমে হাবুডুবু,
যৌনতায় প্রেম করে হাহাকার;
সুখ আছে, ভাল লাগা আছে, আর কি চাই ?