রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি: প্রাণঘাতী করোনা প্রতিরোধে দেশেজুড়ে চলছে এক সপ্তাহের কঠোর লকডাউন। এই লকডাউনে বাইরে মানুষের সমাগম কমাতে ও করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা প্রশাসনের চলছে কঠোর নজরদারি। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ সদরসহ বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জেলায় লকডাউনের প্রথম তিন দিনে ভ্রাম্যমাণ আদালত ৩১৩টি মামলায় ৩ লাখ ৯ হাজার ২০০ টাকা জরিমানা করেছে।
শুক্রবার (১৬ এপ্রিল) রাত পর্যন্ত ময়মনসিংহ মহানগরীসহ ১৩ উপজেলায় এসব মামলা ও জরিমানা করা হয় বলে ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল জানান।
জেলা প্রশাসক বলেন, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেই ৩১৩ মামলায় ৩ লাখ ৯ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন ৬টি এবং ১৩ উপজেলায় ১৩টি টিম কাজ করছে। করোনা মোকাবেলায় এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রথম দিন (১৪ এপ্রিল) ১৪০টি মামলায় ৮৭ হাজার ৩০০ টাকা, দ্বিতীয় দিন (১৫ এপ্রিল) ১১৮টি মামলায় ১ লাখ ৭৩ হাজার ৫০ টাকা, তৃতীয় দিন শুক্রবার রাত পর্যন্ত ৫৫টি মামলায় ৪৮ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
প্রধান সম্পাদক ও প্রকাশক:সাংবাদিক এ.আর.এস.দ্বীনমোহাম্মদ