রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) গৌরীপুর বাজার ও মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারে মাস্ক পরিধান না করা ও দোকানে পণ্যমূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবিদুর রহমান।
ভ্রাম্যমান আদালতে ওই দিন ৯টি মামলায় ১৩হাজার ৫শ টাকা তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়। এ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন গৌরীপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর শফিকুল ইসলাম ও গৌরীপুর থানা পুলিশ।
প্রধান সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক এ.আর.এস.দ্বীনমোহাম্মদ