বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: দেশে করোনায় একদিনে এই প্রথম মৃত্যু শতকের ঘর ছুঁলো। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৮২ জনে। এ ছাড়া ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪১৭ জন।
শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ (১৪ এপ্রিল) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী জানা যায়, বিশ্বে একদিনে করোনায় মারা গেছেন ১৩ হাজার ৮৩৯ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৬ হাজার ২৯৪ জন।
ফলে গোটা বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ২৯ লাখ ৯৯ হাজার ২৪৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৮০০ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৫৬ জন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক এ.আর.এস.দ্বীনমোহাম্মদ