বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশে আবার শুরু হয়েছে লকডাউন। এমন পরিস্থিতিতে রাজধানীর প্রায় প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ।
পুলিশ ঘর থেকে বেরুনো মানুষদের জিজ্ঞেস করছে, কি জন্য তারা বাইরে বেরিয়েছে? যদি প্রয়োজনে বেরিয়ে থাকে, তাদেরকে ছাড়ছে। অপ্রয়োজনীয় হলে বাসায় ফেরত পাঠাচ্ছে।
সরেজমিনের দেখা গেছে, রাস্তায় অল্প সংখ্যক মানুষ মাইক্রোবাস, রিকশা এবং মোটরসাইকেলে চলাচল করছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক এ.আর.এস.দ্বীনমোহাম্মদ