রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনাভাইরাসকে নির্মুল করতে গত বছরের ন্যায় আবারো কঠোর সিন্ধান্ত নিয়েছে সরকার ।২য় দফায় ৭ দিনের কর্মসূচীতে ১ম দিনেই সারাদেশে খবই শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে লকডাউন ।
সেই ধারাবাহিতায় ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানাধীন বাঘেরগাঁও কাকইতলা বাজারের ও শান্তিপূর্ণভাবে লকডাউন পালিত হতে দেখা যাচ্ছে ।
১৪ই এপ্রিল বুধবার সকাল হতেই দেখা যায় পুরো বাজারের পরিবেশ ফাকা ।
এলাকার স্থায়ী বাসিন্দারা বলছে, তারা খুবই শান্তিপূণভাবে পালন করছে লকডাউন।
ব্যসায়ীদের অভিযোগ,যদি তারা দোকান বন্ধ রাখে তবে কিভাবে সংসার চালাবে । তাছাড়া এনজিওর কিস্তির রয়েছে ব্যাপক চাপ ।
প্রধান সম্পাদক ও প্রকাশক:সাংবাদিক আর.এস.দ্বীনমোহাম্মদ