বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক : প্রাণঘাতী করোনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইলি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
বুধবার (১৪ মার্চ) বিকেল ৪টা ৪৫ মিনিটে সিএমএইচে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মতিন খসরু গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার থেকে লাইফ সাপোর্টে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিন খসরু কুমিল্লা-৫ আসনে পাঁচবারের সংসদ সদস্য।
প্রধান সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক এ.আর.এস.দ্বীনমোহাম্মদ