রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
মো: ছমিউল ইসলাম : জামালপুরের মেলান্দহ মাহমুদপুর ইউনিয়নর খাসিমারা-রুকনাইপাড়া উরমা নদী থেকে অব্যধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন চলছেই। এতে কৃষকের আবাদের জমি বারবার নদী গর্ভে বিলীন হতে চলছে। এ ব্যাপারে ভুক্তভোগি এলাকাবাসি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করছে।
অভিযোগ প্রকাশের পর , প্রশাসন অভিযান চালানোর পর কিছুদিন বালি উত্তোলন বন্ধ ছিল। এখন আবার গুচ্ছ গ্রামের মাটি কাটার অজুহাত দেখিয় টানা দুই মাস যাবৎ উরমা নদী থেকে ড্রেজার মশিন ও ভেকুর মেশিন দিয়ে মাটি উত্তোলনের মহাৎসব চলছে। প্রভাবশালী মহলের যোগসাজসে উত্তোলিত বালি বিভিন্ন এলাকায় এবং ঠিকাদারদের কাছ বিক্রি করা হয়। স্থানীয় নিরীহ কৃষক আহদ আলী, (৬০), ফুলু মিয়া (৩৫), সাহরা বগম (৪৫)সহ এলাকাবাসি জানান-প্রতিবাদ জানালে বালি খুকারা প্রশাসনের ভয় দেখানাসহ নানাভাবে হয়রানি করা হয়।এ বিষয়ে উপজলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন জানান-এ ধরণের কোন ঘটনা তিনি অবগত নন। তবে বিষয়টি গুরুত্বর সাথ খতিয়ে দেখার আশ্বাস দেন।
এ ব্যাপার সহকারি কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম জানান-স্থানীয় কৃষকদের অভিযোগ পায়ছি। আজ অভিযান চালিয় ব্রহ্মপুত্র নদীতে বালি উত্তোলনকৃত ড্রেজার মেশিন পুড়ানো হয়ছে । মাহিদ্র গাড়িসহ ৪জনকে আটক করা হয়ছে। বাকিদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেয়া হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: সাংবাািদক এ.আর.এস.দ্বীনমোহাম্মদ