রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
জোবায়েত হোসেন রিমনঃ গফরগাঁয়ের প্রথিতযশা শিক্ষক, সৃজনশীল মেধা ও চেতনার অধিকারী ব্যক্তিত্ব, দক্ষ সংগঠক কবি এস এম ফিরোজ আহমেদ স্বপন । অতি সম্প্রতি জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান হরিৎপত্র প্রকাশনীর মাধ্যমে কবির রচিত “স্তব্ধ প্রহর” শীর্ষক কাব্যগ্রন্থ অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে।
দেশ,সমাজ, প্রেম, বিরহ ইত্যাদি বিষয়বস্তুকে উপজীব্য করে চমৎকার চমৎকার কবিতা দিয়ে সাজানো হয়েছে স্তব্ধ প্রহর বইটি। সৌন্দর্যমণ্ডিত ভাষাশৈলীর সঠিক ব্যবহার এবং আবৃত্তির মাধুর্যতায় নির্মিত কবিতাগুলো ইতিমধ্যে স্থান পেয়েছে পাঠক হৃদয়ে।
এ সম্পর্কে বলতে যে উদীয়মান তরুণ লেখক ফাহাত বিন বলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফিরোজ আহমেদ স্বপন সাহেব চমৎকার কবিতা লিখেন এবং আমি বরাবরের মতোই তার কবিতার মুগ্ধ পাঠক। তার লেখা স্তব্ধ প্রহর শীর্ষক কাব্যগ্রন্থটি আমার ভাললাগা বই গুলোর মধ্যে একটি। এ সময় তিনি বই পড়ুয়াদের জাতীয় বই মেলার হরিৎপত্র প্রকাশনীর ৪৯৩ নং স্টল থেকে স্তব্ধ প্রহর কাব্যগ্রন্থটি সংগ্রহ করার আহ্বান জানান ও বইটির বহুল পাঠকপ্রিয়তা কামনা করেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক; সাংবাদিক এ.আর এস..দ্বীনমোহাম্মদ