বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে ধারণ করে কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজে কালের কণ্ঠ শুভসংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোসাব্বেরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শহিদুজ্জামান খোকা, শরিয়ত উল্লাহ, কালের কণ্ঠের সাংবাদিক নজরুল ইসলাম, কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা আমির হামজা সৃজন সরকার, কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ শাখা শুভসংঘের সাবেক সভাপতি রেজওয়ানুল হক রাব্বি, সাবেক সাধারণ সম্পাদক জোবায়েত হোসেন রিমন, নতুন কমিটির সভাপতি মোনাদী, নারী বিষয়ক সম্পাদক সৃষ্টি প্রমুখ। পরে অনুষ্ঠানের সভাপতি প্রভাষক মোসাব্বেরুল হক নতুন কমিটির সবার নাম ঘোষণা করেন। তারা হলো-সভাপতি মোনাদী, সহসভাপতি মো. আসিফ, তামিম মন্ডল, সাধারণ সম্পাদক তানভীর শেখ, যুগ্ম সম্পাদক শোয়াইব এম কিরণ, অন্তর আহমেদ, নারী বিষয়ক সম্পাদক তাজনুর জাহান সৃষ্টি, কার্যকরী সদস্য তাসনিম হাসান তূর্য, জিহাদ সরকার, আরাফাত বাধণ,মোঃ মনির মিয়া,মোঃ সম্রাট, মোঃ সুমন, অন্তু সর্দার, ইয়াসির আরাফাত অদ্র, মোঃ ইমরান তানজিনা, জুই, সুমাইয়া, সাথী, তুরিন, সুমি, রেশমা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : সাংবাদিক এ.আর.এস.দ্বীনমোহাম্মদ